♣
নয় কোন নিষেধ, নয় কোন আদেশ,
যতখানি পারো গুছিয়ে রেখো নিজেকে... ভেবে না আকাশ-পাতাল।
ভাবনা তোমার জন্য নয়।
যত পারো করো অভিমান! কেননা অভিমান তোমাকেই মানায়...
অভিমান জমিয়ে রাখে সংসার জীবনে বেশ কাজে লাগবে।
♣♣
পৌষের হাওয়ায় খুজে নেবো না তোমায়...
মনখারাপ কেন করবো? কোন সে কারনে রবো বিষণ্ন?
কেউ কারো জন্য তো নয়! সবটুকু অভিনয়!!
আসুক কুয়াশা ঝড় রবো এভাবেই স্বার্থপরের মতো
স্বার্থপরতা আমাকে মানায়।

♣♣♣
আমার মতো করে তুমি ভাবতে পারো না জেনেও আমি ভালোবাসি তিতকুটে তোমায়
আবেগ রবে আজীবন, মায়ার মতো বন্ধু আর কেউ নেই...
কাম-ক্রোধ-লোভ ছেড়েছি সেই কবেই, পারিনি এক তোমায়...
এ যেন অদৃশ্য চুইংগাম!
মা’র যত্নে আর চলছিলো না...তাই উপমা ভেবে তোমার মায়ায় ডুবেছিলাম
ভাবিনি সেখানে এতখানি অন্ধবিশ্বাস ছিলো।
♣♣♣♣
ভোর আসে তোমার মুখায়ব নিয়ে বিছানা থেকে পায়ে
মাটিতে রাখিনি কখনো তোমায়, রেখেছি সদা বুক পকেটে
মিথ্যে বলেছিলাম, আমি বাৎসায়ন নই!
আমি তবে কি? প্রশ্ন রেখেছিলাম?
হয়নি জানা উত্তর। আশা করিনা...
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


