
তুমি আমার চে’ অনেক ভালো কিছু পাবা!
এই একটি সরল বাক্য বলে সম্পর্ককে থামিয়ে দিয়ে কেউ কেউ চলে যায়। তোমার’চে ভালো কিছুই যদি আমাকে পেতে হয় তবে কেন সম্পর্ক টেনে এনে একটা পৃথিবী বানালে? কেন দাবানল দিলে বিশ্বামিত্রের মনে?
অসুর আর দেবী'র কী কখনো যুদ্ধ ছাড়া কিছু হয়েছে মহাকাল জুড়ে।
পুরাণ কিন্তু এটাই বলে অথচ অসুরকেও ভালোবাসতে পারে দেবী সে কথা কেউ তো বলে না কোনকালে। এই না বলা পাথরটাকে সমাজ বলে যে মানুষগুলো হাজার বছর ধরে অসুর আর দেবীর একটা ব্যবধান করে রেখেছে তাদের কাজ “জাত”টাই সব।
অষ্টবক্র মুনি ঈশ্বরের এতো কাছে থেকেও অভিশাপ এড়াতে পারেনি আর তোমরা তো নামধারী মানুষ! পারবে কী শুধু কপট অহঙ্কার নিয়ে আরেকটা বিন্ধ্যাপর্বতকে আকড়ে ধরে টিকে থাকতে? ভেঙে পড়তে হবে একদিন। সেই একদিনটা হয়তো ১হাজার আলোকবর্ষ দূরে আছে, তবুও সে সময়টা আসবে। না থাকুক এই পৃথিবী; নতুন আরেকটা গ্রহে তোমাদের জন্য রইলো ভাবনার সমুদ্রজল।
শুধু বিদায় নেবার ছলে বলতে নেই, তুমি আমার চে’ অনেক ভালো কিছু পাবা!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


