বাংলা মম মাতৃসম
অবহেলায় মেতোনা কোন জন,
আমি বাংলার সন্তান।
আমি বাংলার পুলিশ ,বিশ্বস্ত বিডিআর
থাকি সর্বদা সীমান্তে হুঁশিয়ার,
আমি বাংলার ব্যাবসায়ী বাংলার ব্যাংকার
বংশীবাদক হয়ে তুলি ঝংকার।
আমি বাংলার মজুর ,বাংলার কুলি
সাহেবের বোঝা মাথায় তুলি
ক্ষয় হবার নয় এত মম সম্মান
আমি বাংলার সন্তান।
আমি বাংলার সু-নাগরিক
শিক্ষা নেই বাংলায় আক্ষরিক
মুসলমান ,হিন্দু, বৗদ্ধ কি খ্রীষ্টান
আমি বাংলার সন্তান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




