নামটি আমার বলি- জলমুরগি
ইংরেজীতে বলি- Common Moorhen
বৈজ্ঞানিক নাম- Gallinula chloropus
দেখতে আমি যেমন- মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ৩২সে.মি লম্বা।কালো চোখ,শক্ত লাল কপাল ঠোঁটের সাথে মিশে গেছে,লাল ঠোঁটের আগা হলুদ।তামাটে-বাদামী শরীরে কিছুটা সাদার আভাও আছে।হলদে সবুজ লম্বা পায়ের রানের পালকের নিচের কিছুটা অংশ লাল।লেজের নিচের অংশ সাদা।
যেথায় আমার বাস-নিবাস - জলাভূমির পাখি আমি।
আমার খাবার মেন্যু- জলজ কীট-পতঙ্গ,শামুক,মাছ ।
(প্রজনন সময়- জুন-সেপ্টেম্বর। ডিম সংখ্যা-৫/১০ টি।)
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




