নামটি আমার বলি- শ্যাম সুন্দর
ইংরেজীতে বলি-Black Headed Munia
বৈজ্ঞানিক নাম - Lonchura malacca
দেখতে আমি যেমন- আপদামস্তক ১০সে.মি লম্বা। মাথা,গলা কুচকুচে কালো,গলার নিচ থেকে বুকের মধ্যভাগ পর্যন্তসাদা,বুকের নিচ থেকে লেজ পর্যন্ত কালো।লালচে বাদামি ডানা,কালো চোখ আর ঠোঁট সাদা।
যেথায় আমার বাস-নিবাস –ঘাসের বন,শস্যক্ষেতে ঝাঁকে ঝাঁকে আমাদের দেখতে পাবে। নিচু গাছে বা উঁচু ঝোপ জঙ্গলে শুকনো ঘাস,লতা-পাতা দিয়ে বাসা বাঁধি।
আমার খাবার মেন্যু- কীট-পতঙ্গ,তৃণ,শস্যদানা আমাদের প্রধান খাবার।
(প্রজনন সময়-জুন থেকে অক্টোবর।ডিম সংখ্যা-৪/৬ টি।)
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




