নামটি আমার বলি- হাট্টিমা
ইংরেজীতে বলি- Red-wattled Lapwing
বৈজ্ঞানিক নাম- Vanellus indicus
আমার যত নাম- টিটি,ট্টিটিভ,লাল লতিকা,হাটিটি।
দেখতে আমি যেমন -আকারে আমি প্রায় ৩৫সে.মি লম্বা।
মাথা,গলার সম্মুখভাগথেকে বুক পর্যন্ত কালো।লম্বা হলদে পা,চোখের পাশ থেকে নিচের দিকে,পেট পর্যন্ত সাদা,পিঠ ্ও ডানা তামাটে বাদামি বর্ণের,লেজ কালো।ঠোটের সামনের অংশ কালো।আমরা মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
যেথায় আমার বাস-নিবাস - জলাভূমির পাখি আমি।বিল-ঝিলের ধারে মাটিতে গর্ত খুড়ে বাসা বাঁধি।
আমার খাবার মেন্যু- জলজ কীট-পতঙ্গ,শামুক,মাছ ।
(প্রজনন সময়-মার্চ-আগষ্ট,ডিম সংখ্যা-৪/৬ টি।)
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




