নামটি আমার বলি- ফটিকজল
ইংরেজীতে বলি- Common Iora
বৈজ্ঞানিক নাম - Aegithina tiphi
দেখতে আমি যেমন - আকারে প্রায় ১৪ সে.মি লম্বা।আমাদের পুরুষ পাখির পিঠ সবুজাভ,হলুদ বুক,পাখার পালকে কালো ডোরা আছে।মেয়ে পাখির হলদে সবুজ শরীর,সবুজ-বাদামী পাখার পালক,ধুসর পা।
যেথায় আমার বাস-নিবাস- আমি ভারতীয় উপমহাদেশের পাখি।
আমার খাবার মেন্যু- কীট-পতঙ্গ এবং মাঝে মাঝে ফুলের মৌ বা রেনু।
যেভাবে আমি ডাকি - হুইইইইই... বা উইইইই...চু/টু ।
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




