নামটি আমার বলি - হুদহুদ
ইংরেজীতে বলি- Common Hoopoe/ Eurasian Hoopoe
বৈজ্ঞানিক নাম - Upupa epops
আমার যত নাম - মোহনচূড়া,পাতিহুদহুদ
দেখতে আমি যেমন - আপদামস্তক ৩১ সে.মি লম্বা।বাদামি শরীর,ডানা ও লেজে সাদা-কালো দাগ আছে।আমার মাথায় খুব সুন্দর একটা ঝুঁটি আছে,ঝুঁটির হলদে বাদামি পালকের মাথাটা কালো।
যেথায় আমার বাস-নিবাস - আমি ভারতীয় উপমহাদেশের পাখি।
আমার খাবার মেন্যু - কীট-পতঙ্গ,কেঁচো,ফল-ফলাদি।
যেভাবে আমি ডাকি - হু....পো.....পো
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




