মানুষ কেন এত মূর্খ হয়?
আচ্ছা , আমিই বা কেন এই প্রশ্ন গুলো করছি? আমি কি সূক্ষভাবে এসব প্রশ্নের যথার্থ উত্তর পাব? অথবা একেবারে নির্ভূল উত্তর- যেটা সত্য - সেটার কাছাকাছি যেতে পারবো?
হ্যা, আমি পারব। আমার মনে হয় এই উত্তর গুলোর প্রায় অধিকাংশই আমার মাথায় খেলা করছে। আমি যদি সম্পূর্ন উত্তর নাও পাই - তবে বোধ হয়, আমার চারপাশের সমাজ,পরিবেশ সূক্ষভাবে পর্যবেক্ষণ করলে ; অন্তরদৃষ্টি দিয়ে প্রতিটি সমস্যাকে বিশ্লেষণ করতে পারলে আমি উত্তর গুলো পেয়ে যাব- অন্তত পক্ষে আমার বূদ্ধিমত্তা এসব উত্তর খোজার ব্যাপারে আমাকে সাহায্য করতে পারে।
হ্যা; সে জন্য আমাকে তীক্ষ্ণ-ধী সম্পন্ন হতে হবে; আমাকে আমার ক্ষমতা বাড়াতে হবে। আচ্ছা, কিভাবে আমি আমার ক্ষমতা বাড়াবো?
- এর উত্তর বোধ হয় কিছুটা হলেও আমার জানা।
হ্যা; আমি জানি , মানুষের ক্ষমতা বাড়ানোর সরলতম উপায়;
- হ্যা, এজন্য তাকে পবিত্র হতে হবে(পাগল ভাব্বেন না-সত্যিই!!)।অন্তরের সমস্ত পাপ তাকে দূরীভূত করতে হবে। এর উপায়? উদাহরণ?
যেমনঃ তাকে ত্যাগ করতে হবে মিথ্যা বলা।
- সে কি করে সম্ভব? যেমন ধরুনঃ হয়ত কেও প্রতিজ্ঞা করলো যে সে মিথ্যা বলবে না। কিন্তু কেও কি পারবে এই প্রতিজ্ঞা পূরন করতে?
আমার কথাই বলি,আমি তো প্রতিজ্ঞা করেছি যে মিথ্যা বল্বো না।কিন্তু জীবনের সকল ক্ষেত্রে আমিতো আমার প্রতিজ্ঞায় অটল থাকতে পারি না - দুই এক ক্ষেত্রে যখন দেখি মৃত্যু ভয় আমার ভেতর প্রবেশ করেছে।
-না; সে ক্ষেত্রেও আমাকে এই ভয় কে জয় করতে হবে(কারন আমার অপারগতাই আমার মধ্যে ভয়ের সৃষ্টি করেছে)।আর ভয় কে জয় করতে পারলেই আমার ভেতরের ক্ষমতার পরিষ্ফুটন ঘটবে।
না,আমি ক্ষমতার লোভ করছি না।তবে আমার আকাঙ্খা পবিত্রতা অর্জন করার। মানুষের তো আকাঙ্খা থাকতে পারে,নাকি।আমার আকাঙ্খা, কারন আমি জানি পবিত্র হবার মূলে রয়েছে আমার শান্তি পিপাসু মন।কারন আমি জানি, পবিত্রতাই একমাত্র পরম শান্তি দিতে পারে।
আচ্ছা এই প্রশ্ন করলে কেমন হয় যে,
পবিত্রতা কেন পরম শান্তি দিতে পারে?
আর কেনই বা পবিত্রতাই পরম শান্তি দিতে পারবে?
কেও কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন?
..........উত্তরের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




