ফেসবুক চ্যাটিং
কতো কথার ডালপালা
সময় যেনো থমকে যায়,
ইস, ইন্টারনেট কেটে গেছে।
মোবাইল ফোনের ব্যালেনস শূণ্য..
মেঘের ভেলায় হারানো বিজ্ঞপ্তি ছেড়ে দিলাম:
রাত্রি দুই প্রহরে
তেইশ বছর বয়সি একটি তরুণী মায়া গলি থেকে হারিয়ে গেছে-
তার গায়ে ভালোবাসার চাদর আর চোখে স্বপ্নের অঞ্জন ছিল,
১৪/২ প্রেমলেনে তার সন্ধান দিন।
তিন দিন হয়ে গেলো
ওই তরুণীর খোঁজ পাইনা -
সে কী তবে গুম হয়েছে?
প্লাস্টো থানায় জিডি করলাম।
ভালোবাসা দলের মহাসচিব হিসেবে কর্মসূচী ঘোষণা করছি:
ক) আজ অনশন ও বাবার আদালতে রিট পিটিশন দাখিল;
খ)আগামীকাল লন্ডনে চেরিফুল বয়কট;ও
গ)পরশু ওই তরুণীর বাবার বাড়ি ঘেরাও।
সর্বোপরি, আমি রানী এলিজাবেথ এর পদত্যাগ দাবি করছি!
আপটন পার্ক, লন্ডন ২৩ জ্যৈষ্ঠ ১৪১৯
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১২ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


