একজন লোক অসুস্থ। ত রোগীর বাড়ীর একজন মানুষ ডাক্তার আনার জন্য গেল ডাক্তারের কাছে। ডাক্তার ওনার ছেলেকে সাথে নিয়ে রোগীর বাড়ী গেলেন। রোগীর ঘরে গিয়ে দেখলেন রোগী যে খাটে শুয়ে আছেন সে খাঠের নিচে অনেক নারকেলে ছুলা রাখা। ডাক্তার রোগীকে বললেন আপনার কি সমস্যা। রোগী বললেন আমার পেটে খুব সমস্যা হচ্ছে, বারে বারে টয়লেটে যেতে হচ্ছে। ডাক্তার বললেন আপনি মিয়া নারকেল খাইছেন সে জন্য আপনার এমন হইছে। রোগী অবাক হয়ে বললেন ঠিক ডাক্তার সাব আমি নারকেল খাইছি তাই হয়ত আমার এমন হইছে। তারপর ডাক্তার ওষুধ দিয়ে বের হয়ে এলেন , তখন ডাক্তারের ছেলে ডাক্তারকে জিজ্ঞেস করল আব্বা আপনি কি করে বুঝলেন রোগী নারকেল খাইছেন। ডাক্তার বললেন আমি রোগীর রুমে গিয়ে ধেখলাম ওনার খাটের নিচে নারকেলে ছুলা রাখা , তাই বুঝলাম রোগী নিজে কাইছে। ডাক্তারের ছেলে বলল আব্বা তাহলে ডাক্তারি ত খুব সোজা আমার পড়া লাগবেনা তাই না আব্বা। ত আরেক দিন আরেক জন রোগীর জন্য ডাক্তারকে নিয়ে যেতে এসেছেন আরেকজন লোক। ত ডাক্তারকে পাননি। ডাক্তারের ছেলে ছিল ঘরে সে বলল আব্বা ঘরে নাই তাতে কি হয়েছে, আমি ও ডাক্তার হয়ে গেছি আমাকে নিয়ে চলেন, সে ছেলেকে নিয়ে গেল। ডাক্তারের ছেলে রোগীর রুমে ডুকে দেথল রোগীর খাটের নিচে জুতা রাখা। ছেলে রোগীকে জিজ্ঞেস করল আপনার কি সমস্যা, রোগী বলল তার সমস্যার কথা। তখন ডাক্তারের ছেলে বলল আপনি মিয়া জুতা খাইছেন সেজন্য আপনার এ সমস্যা হয়েছে। রোগী রেগে বলল কি বলছেন আপনি আমি জুতা খাব কিসের জন্য। ডাক্তারের ছেলে বলল আপনার খাটের নিচে জুতা রাখা যে। ডাক্তারের ছেলে ভাবচছর রোগীর খাটের নিচে যা থাকবে তা খেয়ে সে অসুস্থ হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




