এক স্ত্রীলোক কিছু ক্ষীর রান্না করেছিল। সবাই খাওয়ার পর বেচেঁ থাকা ক্ষীরগুলি উঠানের এক কোনায় একটি পাত্রে রেখে দিল। অতঃপর তার ছোট ছেলেটিকে বললো, যা, এগুলি মসজিদের মোল্লাকে দিয়ে আয়।
ছেলেটি যখন সেগুলো নিয়ে গেল তখন, কতকাল পরে না জানি মোল্লা ক্ষীর দেথতে পেয়েছিল, তাড়াতাড়ি ওর হাত থেকে নিয়েই খেতে শুরু করে দিল।
ছেলেটি বললো, মোল্লাজী ওপাশ থেকে খাবেন না, ও পাশে কুকুর খেয়েছে।
এই কথা শুনে মোল্লাজী ঘৃণা এবং রাগে হাত থেকে পাত্রটি ছুড়ে ফেলে দিলেন। পাত্র ভেঙ্গে টুকরা হয়ে গেল। ছেলেটি ভয়ে কাঁদতে লাগলো।
মোল্লা জিজ্ঞাসা করলেন কাদছিস কেন।
বললো, বাসনটি ভেঙ্গে ফেললেন যে, মা আমাকে মারবে।
মোল্লা বললো, কুকুরে খাওয়া বাসন ভেঙ্গে গেছে তো তাতে তোর মা মারবে কেন।
ছেলেটি বললো, ওটা আমার ছোট ভাইয়ের ;গু' ফেলা পাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




