মানুষকে আল্লাহ পাক ইচ্ছা-শক্তি প্রদান করেছেন। আল্লাহতে ফানা' হয়ে যাওয়ার নামে মানুষ তার ইচ্ছা শক্তিকে অস্বিকার করে অনেক সময় ভুল করে থাকে। মওলানা রুমী তাঁর মসনবী শরীফে এরুপ ভুলের একটি ঘটনা উল্লেখ করেছেন।
এক ব্যক্তি নিজের ইচ্ছাশক্তির ব্যাপারে উদাসীন হয়ে পড়লো। এক বাগানে ডুকে কাউকে কিছু না বলেই আঙ্গুর খেতে লেগে গেল।
বাগানের মালিক ছুটে এসে জিজ্ঞাসা করলো, কে তুমি, আমার আঙ্গুর খাচ্ছ কেন।?
লোকটি বললো, আঙ্গুর আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর আঙ্গুর, আল্লাহর বান্দা খাচ্ছে। এখানে তোমার আমার বলার কিছু নাই। বলে আবার খেতে লেগে গেল।
মালিক একটি লাঠি নিয়ে বললো, এই লাটি আল্লাহর, আমিও আল্লাহর , তোমার মাথাটিও আল্লাহর। সুতরাং আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করছে। এখানে তোমার আমার বলার কিছু নাই। বলেই লোকটির মাথায় আঘাত করতে লেগে গেল। লোকটি আঘাত পেয়ে যন্ত্রনায় চিঃকার করে উঠলো আঙ্গুর খাওয়া ছেড়ে দিয়ে পালিয়ে গেল।
মানুষ তার ইচ্ছা -শক্তির সঠিক প্রয়োগ না করলে দুনিয়া ও আখেরাতে ভয়ানক ক্ষতিগ্রস্থ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




