
একদিন এসএসসি’র কিছু বন্ধুরা মিলিয়া স্থির করিলাম যে আমরা শ্রীমংগলে একরাত দুইদিনের সফর দিয়া আসিব ।
এক শুক্রবার ছুটির দিনে গদাইলস্করি চালে রওয়ানা করিয়া শ্রীমঙ্গল পৌঁছাইতে পৌঁছাইতে দুপুর বেলা । আহারাদি সম্পন্ন করিয়া একমত হইলাম যে ঔদিন বাইক্কা বিল দেখা যাইতে পারে, বাকি স্পট পরদিন । শ্রীমঙ্গল থেকে বাইক্কা বিলের দূরত্ব ২০ কিলোমিটার ।
বন্ধুদের একত্রে এই বৈকালিক যাত্রায় এই গানটি ভালো হইবে মনে করিয়া দিলাম ছাড়িয়াঃ
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়।
বাইক্কা বিলে যাইবার পথে পথে


বাইক্কা বিলের নিকটবর্তী হইয়া উহাকে যখন আমাদের খোমা দেখাইবার সময় আসিল, তখন বাইক্কা বিলের এই রূপ । দূর্ভাগ্যজনকভাবে, আমার ডিজিটাল ক্যামেরাটি অত ভাল ছিল না , তাই ছবি তুলিয়া আরাম পাই নাই। জুম করিবার পর পাখিদের আর খুঁজিয়া পাওয়া যায় না ।




বাইক্কার বিলে সন্ধ্যা ঘনাইয়া আসিতেসে ।

“ আমি যাকে ভালোবাসি, তার গল্প শোনাবো
তার কাহিনী শোনাবো
যেমন সন্ধ্যে গল্প শোনায় ক্লান্ত আকাশকে
শোনায় রাত্রির গল্প
আমি যাকে ভালোবাসি তার কাহিনী রাতের মতো
তার নয়ন ছড়ায় শান্তির গান, যেন পরম আদরে ঘুম আসছে
যেন আকাশ আপন মনে ভাসে, চির মমতার সাগর হয়ে” (কবীর সুমন)

ফিরিবার পথে সাতরঙা চা টেস্টু করিলাম । যতটা বিখ্যাত, ততটাই স্বাদহীন ।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


