
অমানবিক স্বার্থের অগ্নি জ্বালে পুড়ে
ছারখার হয়ে যায় নিত্য মানবতা
একদল মানুষের দেখে নিষ্ঠুরতা
হতবাক হয়ে পড়ি অন্তর জ্বালায়।
অসভ্যের আবাসন সারা বিশ্ব জুড়ে
এখন উঠেছে গড়ে।মহা নির্মমতা
আক্রোসে মরেছে সব মায়া ও মমতা,
শান্তিরা কাঙ্গাল হয়ে স্বভয়ে পালায়।
কোথায় কি আছে খোঁজে লুটেরার দলে
তা’দেখে অনেকে বলে সাবাস সাবাস।
প্রতিবাদী লোক সব মরে গেছে বলে
অসুখী হৃদয়ে সবে করে বসবাস।
সুবিধায় অপরাধী হয়ে প্রাণবন্ত
সর্বস্ব সবার চায় লোভে অফুরন্ত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


