
উপল কপাল পোড়া পায়নি আদর
স্নেহময়ী জননীর।ছিল তাড়নায়
সকল দুয়ার হতে।কি বিঢ়ম্বনায়
কেটেছে জীবন তার মহাপ্রভু জানে।
আরতি করেছে তারে খুব সমাদর
এরপর বড় হয়ে প্রভুর কৃপায়
উপল পেয়েছে কূল।সে নিজের পায়
দাঁড়াতে পেরেছে শেষে সৌভাগ্যের টানে।
চাকচিক্য দেখে তার সুন্দরীর দল
চেয়েছে যে তারে পেতে দেয়নি সে সাড়া
কারণ আরতি প্রেমে সে ছিল অচল।
বেজে প্রিয়া আরতির প্রেমের নাকাড়া
অতীতের স্মৃতি তার মনে জেগে উঠে
সে গিয়েছে গরীবের কুঁড়ে ঘরে ছুটে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


