![]()
আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়।।
আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা।
ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।।
কালেমা আমার তাবিজ তৌহিদ আমার মুর্শিদ
ঈমান আমার বর্ম হেলাল আমার খুর্শিদ।
‘আল্লাহু আকবর’ ধ্বনি আমার জেহাদ- বাণী।
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
ব্লগার
'আমি স্বর্নলতা'
অনুরোধ করেছিলেন রমজান মাসে কিছু ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল দেবার জন্য।
যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।
৯৯ টি সুন্দর গান
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




