মানবতা বিধ্বংসী পশ্চিমানীতির আসক্তিতে-
তুমি পারিবারিক ভিতকে করেছ উচ্ছেদ,
আজ জন্ম পরিচয়হীন তুমি নিজভূমে,
ক্রমাগত তুমি জাতহীনও,
তাই বোনকে ভাবো শত্রু-
কুটনীবুড়ি জ্ঞানে মাকে করো ঘৃনা;
সেই নারীনীতি কি করে ফিরিয়ে দেবে
মা বোনের প্রতি তোমার শ্রদ্ধাশীলতা ?
কারণ, তুমিই তো সন্দিহান...
আসলেই.. তুমি কার সন্তান !!!!!
তাই, নীতির আড়ালে খুঁজছো প্রাপ্তির গ্যারান্টি ।।
কিন্তু আমি, তোমাতে বিভ্রান্ত নই,
স্রষ্টার নীতিই আমার একমাত্র সমাধান,
মা' বোন আমার সমান কেন....?
কখনও তার চেয়েও বহুগুণ বেশী,
আমি জানি, বোন ও আমার রক্তে অভিন্ন স্রত,
ভগ্নাংশ রক্তে প্রাণ থাকে না,
প্রয়োজনে আমি বেশী নিবো !!!!!
বোনের সন্ধিক্ষণে আমিই দাড়াবো শেষসম্বল নিয়ে,
তবু সে সুখী হোক,ভাই বোনের সুখ-ই স্রষ্টার বিধান ।।
নারীনীতি টিতি বুঝি না,
অধিকার রক্তে আনে বিভক্তি,
মায়া-মমতার পথও করে রুদ্ধ,
আমার মা' বোন আমার সবটুকুন !!!!
জাগ্রত দায়িত্বানুভুতিই, তাদের সর্বোত্তম রক্ষাকবচ ।।
মোশাররাফ.
০৯.০৫.১১
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১১ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




