মশার জ্বালায়
মশা ইয়া বড় মশা
বাঁকা বাঁকা ঠ্যাং
দম ফাটানো সুরে গায়,
মিষ্টি মধুর গান।।
কি যে করি ভাই
মশার জ্বালায়
না দেখে উপায়,
মশারীতে পালাই।।
তবু কোথ্থেকে এসে
হুলটা যে দেয় বসে
নরম শরীরে কষে,
উহ্ বিষম জ্বলে উঠে।।
জলে স্থলে অন্তরিেক্ষ
সর্বত্রই শুধু মশা
থাপ্পর মারি কষা, তবু
হয়না শেষ মশার দশা।।
শিখাতে হবে ওদের
জম্ম নিয়ন্ত্রয়ন
তবেই মশার বংশ,
হবে নিয়ন্ত্রয়ন।।
ভাবছি এবার মারতে মশা
নিয়ে আসবো কামান
বোমা মেরে শেষ করতে
ভাড়া করবো বিমান।।
খাবে না আর রক্ত
হবে না ম্যালেরিয়া জ্বর
মনের সুখে আসবে ঘুম,
থাকবে না আর ডর।।
খুশীর দিনে
বছর ঘুরে আসে যায়,
আনন্দময় খুশীর দিন,
স্মৃতির পাতায় দোলে হায়
উৎসর্গের সেই দিন।
খুশরি নাচন সবাই মিলে,
ঈদের দিনে ঘরে ঘরে,
হিংসা-বিদ্বেষ সবই ভুলে
সবাই মোরা সবার তরে।
ঈদগাহে যাই দলে দলে,
ছোট বড় সবাই মিলে,
দুঃখ ব্যথা সকল ভুলে
কোলাকুলি চলেই চলে।
আমার প্রিয় লক্ষীপুর
তুমি আমার জন্ম ভুমি
এইতো প্রিয় লক্ষীপুর,
তোমার বুকে থাকবো সুখে,
তোমায় ছেড়ে যাবনা আর বহুদুর।
আমার প্রিয় লক্ষীপুর।।
তুমি আমার জন্মভুমি
তুমিই তো আমর মা,
তোমায় না দেখলে মাগো
হই আমি দিশেহারা
ফুলে ফলে রুপে গুনে
আছ তুমি ভরপুর।
আমার প্রিয় লক্ষীপুর।।
জন্ম দিয়েছো মাগো তুমি
গাইবো তোমারই গান
আমার প্রাণের চেয়ে প্রিয়
তোমারই সম্মান।
তোমার বুকে থাকবো সুখে
তোমায় ছেড়ে যাবনা আর বহুদুর
আমার প্রিয় লক্ষীপুর।।
লক্ষীপুর মানে
লক্ষীপুর মানে সৌভাগ্য নগর,
লক্ষীপুর একটি স্মৃতির শহর,
নব গঠিত ক্ষুদ্রতর জেলা
লক্ষীপুর মানে বিধাতার শক্তি অপূর্ব খেলা।
লক্ষীপুর মানে দুঃখী মানুষের অশ্রুজল,
-সুখ্যাত ঞ্জানী গুণীদের আশ্রয়স্থল,
আমার মায়ের গলার অলংকার
লক্ষীপুর মানে মাটি ও মানুষের গভরি ভালবাসা।
লক্ষীপুর মানে কৃষকের বুকে ফসল তোলার প্রত্যাশা
লক্ষীপুর মানে একাত্তরের স্বাধণিতার সূচনা,
লক্ষীপুর মানে আদর্শ নগন অনন্যা।
লক্ষীপুর মানে রামগন্জ, রায়পুর, রামগতি
আর রহমতখালী নদীর আঁকা বাঁকা গতি।
আমার আমি
আমার কথা আমি বলি
আমার কথা আমি শুনি
আমার ভাবা আমি ভাবি
আমার দেখা আমি দেখি
আমার যাওয়া আমি যাই
আমার হাসা আমি হাসি
আমার কান্না আমি কাঁদি
আমার বলা আমি বলি
আমার জ্বলা আমি জ্বলি
আমার গান আমি গাই
আমার লেখা আমি লিখি
আমার পড়া আমি পড়ি
আমার ঠেলা আমি ঠেলি
আমার চলা আমি চলি
আমার শেখা আমি শিখি
আমার কষ্ট আমি দেখি
আমার মত আমি চলি
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




