রাতের নীরবতার অনুভবে তোমায় খুঁজে যাই,
স্বপ্নগুলো আজ বারেবারে ডেকেফিরে তোমায়।
স্বপ্নের মাঝে স্বপ্ন হয়ে স্বপ্ন আজ স্বপ্নের কথা বলে,
স্বপ্নবাজ আমি এখনো স্বপ্নের খোঁজে পথ চলে।
কিছু ভুল ছিল কিছু অজানার আড়ালে,
কিছু কথা যা মুখ থুবরে পড়েছে দ্বিধার বেড়াজালে।
স্বপ্নকে বলি আজ নিয়ে যাবে আমায়,
স্বপ্নের চোখে স্বপ্নকে দেখতে চাই আবার।
জীবনকে চাই আজ নতুন করে সাজাতে,
রঙধনুর সব রঙে তোমায় রাঙাতে।
স্বপ্ন বলে আজ জড়িয়ে ধরে আমায়,
স্বপ্ন তাদেরই সত্যি হয় যারা স্বপ্ন দেখার সাহস পায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




