কতগুলো পথ ঘুরে ঘুরে এই দুর শুন্য মাঠে এসে পৌছালে তুমি?
এখনো কি গুনছ গানিতিক সমাধান পুরাকাল স্রোত ধুলোমাখা শরীর?
নিমেষে উড়ে উড়ে অস্থির কত পথ বদলে যাও ক্ষীণমান জীবনে তোমার?
যাযাবর ! এই ছায়া-মায়ার শরীর কতোবার করেছ নিলীণ ভেতরে তোমার?
কতোবার হয়েছ বিলীন নিলিমায় খেলেছ শরীর রাত্রীর জোনাকী চাদরে ? কতকাল জোসনা পেরুলে তুমি হাটে মাঠে বন্দরে দৃষ্টিতে ধুলো ছেড়ে?
আমি জানি তুমি শুধুই বলবে জন্ম জন্মান্তরের মহাকালে দৃষ্টির বদলে বদলে
আমাকেও সাথে নিয়ে পেরুবে নিশাকাল মহা ব্রতের পিঠে চরে চরকায় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




