ফারুক,
তুই ভাল আছিস শুনেছি মিজানের কাছে। শুনেছি কোন এক ফোন কোম্পানীর চাকুরীর জন্য খুব ছুটোছুটি করছিস। হয়েছে কি? ভালই তো ছিলি এষ্টেট ব্যবসার এই কোম্পানীতে । হঠাৎ চাকরী পরিবর্তনের চেষ্টা করছিস কেন?
অনেকদিন তোকে লেখা হয়না। আমাদের গ্রামে ছেলেমেয়েরা দেখলাম বেশ উৎসাহে গতকাল ঘুরে বেড়াচ্ছিল। রাতের বেলা পাশের বাড়ির মেয়েটিকে বকছিল তার মা। ঐ বকাবকির কিছু শব্দ কানে আসতেই বন্ধুদিবসের কথাটি কানে এল। মেয়েটির মা বলছিল এত কার সাথে কথা বলিস ফোনে। সেই সকাল থেকেই নাকি সে ফোন করছিল মায়ের অভিযোগ।
কবে আসছিস গ্রামে? আয় তবে এই শরতে। গ্রামের কথা উঠলেই তোর জানতে ইচ্ছে করবে অনেক কথা সে আমি জানি।
ধান লাগানো প্রায় শেষ।
এবার ভেরসায় মাছ নেইরে।
বিয়ে করবিনা?
আমি ওকে নিয়ে ভালই আছি। ও খুব ভাল খিচুরী রাধতে পারে। দাওয়াত রইল।
ক্যাম্পাসে কি যাস? খুব মনে পড়ে রে।
আর নয়। চিঠি লিখতে আমার ভাল লাগে। তোর পড়ার সময় নেই তাই আর বেশী কিছু লিখলামনা।
ভাল থাকিস।
ইতি
অর্পন রায়
চিরির বন্দর
বি: দ্র: আমার জন্য নাকি মোবাইল পাঠাতে চেয়েছিস। দরকার নেই। কারন আমার গ্রামে বিদ্যুৎ নেই। চার্যে সমস্যা হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




