Underneath this skin
Waiting to hear my name again
I'm sorry, really sorry!
জানি না কেন এই অদ্ভুত রোগে আক্রান্ত হলাম। হাজার হাজার বার নিজেকে প্রশ্ন করছি, কিন্তু কেন কোন উত্তর আসে না, কেন?
আমি উত্তর চাই। আমি উত্তর চাই।
অন্যমনস্ক মনও যা ভাবেনি, তাহলে আজ কেন সচেতন মন তা ভাববে?
কেন আজ এত অপেক্ষা, কেন এত অপেক্ষা তোমার প্রতিটি স্পন্দনকে নিজের করে অনুভব করার জন্য,
কেন আজ সকালটা আর ১০টা দিনের মত না? জীবনে প্রথমবারের মত কেন আজ সকালে আধভাঙ্গা ঘুমের মাঝে সকালের সেই ঝাকে ঝাকে আসা অপরুপ পাখিগুলো আমার ঘুম কেড়ে নিয়ে গেল, তোমার টেক্সটা পাওয়ার পরে?
হঠাৎ করে চারিদিক কেন এত স্তব্ধ? তারা কি আমাকে বলতে চায় কিছু? তারা কি আমায় বুঝতে পারে? আমি তো শোনার জন্যই বসে আছে, তবে তারা কেন বলে না আমায়?
যে আমি আজ প্রতিটি মুহুর্তে সফলয়ার স্বপ্ন দেখি, আর দশ জনকে স্বপ্ন দেখাই সেই আমি কেন আজ হঠাৎ করেই এতটা ব্যর্থ?
কেন আজ আমাকে প্রথমবারের মত আবিষ্কার করতে হল যে, আমি তোমার ছবি দেখছি বারবার, বারবার!
আমি পারছি না এত হাজার লক্ষ কোটি প্রশ্নের উত্তর রেডি করতে! হাত জোর করে প্রকৃতি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, তুই আমাকে এইবারের মত ক্ষমা কর! আমি আর পারছি নাহ এত এত প্রশ্নের ভিড়ে নিজেকে ধরে রাখতে!
প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি স্পন্দনে আমি তোমাকে মিস করছি, তুমি কি সেটা জানো? জানো না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


