কী, মাশরাফি ব্যাটিংয়ে নাকি? মাঠে ঢুকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক রফিকুল আলম। উত্তরও এলো সঙ্গে সঙ্গে, হ্যাঁ ফাটাচ্ছে। চোটের সঙ্গে যুদ্ধ করা মাশরাফি সত্যি সত্যিই অনুশীলনে বোলারদের উপর চড়াও হয়েছেন। অবশ্য এটা তার বিশ্বকাপ দলে থাকার নিশ্চয়তা দিচ্ছে না। আসল কাজ যে বোলিং সেটাই এখন পর্যন্ত শুরু করতে পারেন নি।
টাইগারদের প্রধান কোচ জেমি সিডন্সের পরিকল্পনায় আছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে দলে চান তিনি। তবে তার আগে প্রথম ম্যাচে খেলার মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে তাকে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, "ম্যাশ (মাশরাফি) দৌড় শুরু করেছেন, তবে এখনো নেটে বোলিং শুরু করেননি।"
সিডন্স বলেন, "তিন চার দিনে পরিস্থিতির কোনো হেরফের হবে না। দেখতে হবে ১৯ ফেব্র"য়ারি প্রথম ম্যাচ খেলার আগে ম্যাশ সম্পূর্ণ সুস্থ হয় কিনা। তবে সিদ্ধান্তটা নিতে হবে বোর্ড ও নির্বাচকদেরই।"
মাশরাফির চোটের উন্নতি হচ্ছে জানিয়ে সিডন্স বলেন, "ম্যাশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। এটা দুর্ভাগ্য চোটের থেকে ছন্দ পাওয়ার মুহূর্তে আবার চোটে পড়ে ম্যাশ। ১২ মাসে খুব বেশি ক্রিকেট খেলা হয়নি তার।"
মাশরাফির বিকল্প সম্পর্কে সিডন্স বলেন, "গত ২ বছরে অনেক সম্ভাবনাময় পেসারই খেলেছেন, তাদের যে কেউ ম্যাশের বিকল্প হতে পারেন।"
বিশ্বকাপ খেলতে জেনেশুনেই ঝুঁকি নিচ্ছেন মাশরাফি। বলেন, "আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব। ধীরে হলেও উন্নতি হচ্ছে। চোটের অবস্থা আগের চেয়ে ভালো। এখন ব্যথা নেই। তবে বল হাতে নিতে আরও সময় লাগবে। বল করার ব্যাপারে আমি কিছু বলছি না, এটা ফিজিও'র উপর ছেড়ে দিয়েছি।"
অনেকেই বলছেন, এবারের চোট মাশরাফির ক্যারিয়ারই শেষ করে দিতে পারে। এর দ্বিমত পোষণ করে তিনি বলেন, "যারা এমনটা বলছে তারা না জেনেই বলছে। ক্যারিয়ারে অনেকবারই এমন হয়েছে। এই চোটে ক্যারিয়ার শেষ হবে না।"
চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ঠাঁই মেললেও ভুগাতে পারে ম্যাচ ফিটনেস। এ সম্পর্কে মাশরাফি বলেন, "এবার চোটে পড়ার আগে ৬ মাস ছিলাম দলের বাইরে। তারপরেও খুব একটা সমস্যা হয়নি। তৃতীয় ম্যাচেই ফিরে পেয়েছি ছন্দ। বিশ্বকাপের আগেও দু'টি অনুশীলন ম্যাচ রয়েছে। এ ছাড়া আমাদের অনুশীলনও ম্যাচের সমান। এখানে যথেষ্ট চাপ থাকে।"
বিশ্বকাপ খেলতে মরিয়া নড়াইল এক্সপ্রেস মনে করেন তার উপর বাড়তি কোনো চাপ নেই। "অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কত তাড়াতাড়ি বল শুরু করতে পারবো তার উপরেই নির্ভর করছে এটা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এনআই/১৭৪৪ ঘ
বিশ্বকাপ ক্রিকেট আসর ২০১১-এর জ্বর শুরু হতে আর মাত্র ৩৪ দিন বাকি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তালিকা নিয়ে তাই চলছে চুলচেরা বিশ্লেষণ। মাশরাফি বিশ্বকাপ ২০১১-তে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ছোট করে আনা ২৩ সদস্যের জাতীয় দল গতকাল অনুশীলনের নামে। উদ্দেশ্যে নিজেকে ফিট করা। সে দলে মাশরাফিও আছেন। মাশরাফির বিষয়ে গতকাল বিসিবির টেকনিক্যাল কমিটি ও দুই নির্বাচক আলোচনায় বসে সন্ধ্যার দিকে। যদিও এই আলোচনার ফলাফল অবশ্য জানা যায়নি। তবে অনুশীলনরত মাশরাফি নিজের ব্যাপারে আশাবাদী। মাশরাফি হালকা ভালে রানিং শুরু করেছেন। পুরো দমে বোলিং রানআপ শুরু করতে আর একটু সময় লাগবে বলে জানালেন মাশরাফি। দেশসেরা এই পেসার বলেন, আমি আমার চেস্টা করে যাচ্ছি। এই মুহূর্তে আমার পায়ে কোন সমস্যা নেই। ফিজিও যেভাবে বলছে সেভাবেই আমি কাজ করে যাচ্ছি। বাকিটা উপরওয়ালা জানেন। আমি আমার বিশ্বকাপ ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। কারণ ইনজুরির ওপর কারোর হাত নেই। ইনজুরি বলে কয়ে আসে না।’ অন্যদিকে টেকনিক্যাল কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বলেন, আমরা মাশরাফির রানআপ আর তার ফিটনেস ফলো করছি। এখন পর্যন্ত সব ঠিকই আছে। আশা করছি, বিশ্বকাপের আগে মাশরাফিকে আমরা পাবো। তবে এ মাসেই মাশরাফি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। অপেক্ষা করার কোন বিকল্প নেই।’ উল্লেখ, ১৭ই জানুয়ারি আইসিসির কাছে বিসিবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল তালিকা জমা দেবে। আর ১৭ই ফেব্রুয়ারি বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হবে এবং ১৯শে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে।
সুত্্র মানব...
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




