মাশরাফি বিন মুর্তজাকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ার আপত্তি থাকার কথা নয়। সুস্থ থাকলে নির্দ্বিধায় জাতীয় দলে জায়গা পেতেন। কিন্তু মাশরাফি যে এখনো খেলার মতো শারীরিক অবস্থা ফিরে পাননি। ফলে নির্বাচকরাও প্রস্তাবিত ১৫ সদস্যের দলে রাখেননি নড়াইল এক্সপ্রেসকে।
অতএব নিশ্চিন্তে বলে দেওয়া যায় মাশরাফিকে ছাড়াই বুধবার (১৯ জানুয়ারি) বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদি না বিশেষ ক্ষমতা বলে বিসিবি সভাপতি নির্বাচকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন। শঙ্কাটা খোদ বিসিবি টেকনিক্যাল এবং মূল্যায়ন কমিটি থেকে করা হচ্ছে।
সোমবার টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটির সভায় মাশরাফিকে নিয়ে অনেকটা সময় ধরে আলোচনা হয়। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সাংবাদিকদের জানান,“ফিজিও এবং চিকিৎসকদের প্রতিবেদন পর্যালোচনার পর ধরে নেওয়া হচ্ছে মাশরাফিকে দলে রাখার সম্ভাবনা খুবই কম।”
ফিজিও’র প্রতিবেদনে দেখানো হয়েছে ৯ অথবা ১০ ফেব্রুয়ারিরতে গিয়ে ফিটনেস পরীক্ষা হবে মাশরাফির। এরপর খেলার জন্য তৈরি হতে পারবেন। সেখানেও প্রায় এক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটিতে আলোচনার পরেও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় বিলম্বের কারণ হিসেবে এনায়েত হোসেনের যুক্তি,“হাতে এখনো সময় আছে, চূড়ান্ত দল ঘোষণার আগে শেষবারের মতো মূল্যায়ন করে দেখতে চাই। এছাড়া ৮ ফেব্রেুয়ারি পর্যন্ত দলে যে কোন ধরণের পরিবর্তনের সুযোগ থাকছে। ৯ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র তত্ত্বাবধানে হোটেলে অবস্থান করবে ১৫ জন ক্রিকেটার। এরপর কেউ চোট সমস্যা, ব্যক্তিগত বা পারিবারিক কারণে খেলতে অপারগ হলে, অতিরিক্ত তালিকা থেকে বদলি খেলোয়াড় নেওয়া যাবে আইসিসিতে আবেদন করে।”
টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটির একজন প্রভাবশালী সদস্য বাংলানিউজকে জানান, মিডল-অর্ডার নিয়েও সভায় আলোচনা হয়েছে। মূলত মাশরাফিকে সুযোগ দেওয়ার জন্যই এই আলোচনা। কিন্তু নির্বাচকরা বাছাইকৃত ক্রিকেটারদের দলে নেওয়ার পেছনে শক্তিশালী যুক্তি দেখালে শেষপর্যন্ত মূল্যায়ন কমিটি মেনে নেয়।
সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরমেন্স এবং ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স বিবেচনায় এনে ১৫ জনের প্রস্তাবিত দল সাজানো হয়েছে বলে জানান নামপ্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচক। বিশ্বকাপ দলে অন-অভিজ্ঞ কোন ক্রিকেটারকে অন্তর্ভুক্তির মতো ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
জাতীয় দল নিয়ে টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটিতে আলোচনার ফলে নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে কী না জানতে চাইলে এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন,“যেহেতু জাতীয় দলের সাফল্য এবং ব্যর্থতার দায় বর্তায় বিসিবির ওপর। সেক্ষেত্রে নির্বাচকদের বেছে নেওয়া দল পর্যবেক্ষণ করে দেখা যেতে পারে। এখানে হস্তক্ষেপ করা হচ্ছে না। শুধু পর্যালোচনা করা হয়। আলোচনা থেকে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।”
এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুর আহমেদ সোমবার বাংলানিউজকে বলেন,“সভায় মাশরাফির শারীরিক অবস্থা এবং খেলার বিষয়ে অবগত হতেই টেকিনিক্যাল ও মূল্যায়ন কমিটি আলোচনা করে। চিকিৎসকদের প্রতিবেদন অনুযায়ী নির্বাচকরা যুক্তি দিয়ে বিষয়টি সবাইকে বোঝাতে সক্ষম হন।”
তবে প্রস্তাবিত ১৫ জনের দল থেকে কোন খেলোয়াড়কে বাদ দেওয়া এবং নতুন করে অন্তর্ভুক্তির বিষয়ে প্রভাব খাটানো হয়নি বলে জানান বিসিবি সিইও।
নির্বাচকদের প্রস্তাবিত দল ছাড়াও জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ এবং প্রশিক্ষণ নিয়েও সভায় আলোচনা হয়। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানান, আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে জাতীয় দলের অনুশীলন হবে। আইসিসির নির্ধারিত প্রীতি ম্যাচ ছাড়াও প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হয়।
সম্ভব্য বিশ্বকাপ দল: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মো. আশরাফুল, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও রুবেল হোসেন।
বাংলানিউজটোয়েন্টিফ
মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া বিশ্বকাপ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




