সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, ই-মেইলসহ ইন্টারনেট দুনিয়ায় কে কি করে বেড়াচ্ছেন সেটি বেশ ভালো নজরদারির মধ্যেই থাকে। আর এই নজরদারির কাজটি করেন ইন্টারনেট ব্যবহারকারী’র সঙ্গী অথবা সঙ্গীনি। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটির গবেষকদের এক জরিপে দেখা গেছে, এক তৃতীয়াংশ নারীরাই তার পুরুষ সঙ্গী’র ই-মেইল পাসওয়ার্ড গোপন করে সেখানে ঢুকে একাধিকবার তল্লাশি চালিয়েছেন। অবশ্য এ ক্ষেত্রে পুরুষের হার বেশ কম। তবে জানা গেছে, পুরুষরা তার সঙ্গী’র আচরণ পর্যবেক্ষণে ক্যামেরা, জিপিএস ডিভাইস এবং বিভিন্ন স্পাইওয়্যার ব্যবহার করেন।
জরিপে দেখা গেছে, শতকরা ৩৪ ভাগ নারী তার সঙ্গী’র মেইল গোপনে পরীক্ষা করেন আর পুরুষের ক্ষেত্রে এই হার ১৪ ভাগ। এই হার কেবল মেইলের ক্ষেত্রেই নয় এটি ফেসবুক এবং মোবাইল ফোন ব্যবহারেরও ক্ষেত্রেও বেশি।
বিডিনিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




