মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে যারা এ সম্পর্কে ভালো জানেন তারা আমার ভুল থাকলে শুধরে দিবেন আশা করছি ।
যারা মাদ্রাসায় পড়েন তাদের কেউ কারী, মাওলানা, কেউ হাফেয ,এবং পরবর্তীতে এদের কেউ কেউ সায়খুল হাদিস ইত্যাদি হন ।
এই শিক্ষা আমাদের ধর্মীয় জীবনে অতান্ত গুরুত্ব বহন করে।
কিন্তু ইসলাম একটি পুরনাজ্ঞ জীবন ব্যবস্থা , আর এই জীবন ব্যবস্থার মধ্যে আছে সমাজ, বিজ্ঞান, পররাষ্ট্র নীতি, অর্থনীতি ,আর এই সব কিছু ইসলামী জীবন ব্যবস্থার বিধান তথা আল কোরআনে।
তা হলে আমার প্রশ্ন হল মাদ্রাসার ছাত্ররা কেন ডাক্তার , ইঞ্জিনিওর, কিম্বা বিজ্ঞানি,হল না।আর এগুলর কুফল আজ আমরা মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত।
আজ আমাদের অবস্থা হল বিধর্মীরা নতুন কিছু আবিস্কার করলে তাতে কোরআনের সাদৃশ্য আয়াত খুজতে আমরা ব্যস্ত হয়ে যাই , কিন্তু আমরা শক্তিশালী এবং ভালো কিছু আবিস্কার করতে পারিনা । তাই আজ আমরা নির্যাতিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




