চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অন্য রকম এক শাস্তি! গতকাল সোমবার চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের প্রায় ৩০ জন শিক্ষার্থী শাস্তি হিসেবে ব্যানার নিয়ে ক্যাম্পাসে স্লোগানসহ মিছিল করেন। ব্যানারে এবং মিছিলের স্লোগান ছিল, 'করেছি ক্লাস কামাই, শাস্তি মোদের দাওয়াই'। মিছিল শেষে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এম শামসুল আলম কালের কণ্ঠকে বলেন, 'অল্প বয়সে শিক্ষার্থীরা মা-বাবার সংস্পর্শে থাকে। আর বড় হয়ে বেশির ভাগ সময় তারা শিক্ষকদের সংস্পর্শে থাকে। তাই শিক্ষক ও অভিভাবক পরস্পরের পরিপূরক। শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণে শিক্ষার্থীদের মনের মধ্যে এক ধরনের ময়লা বাসা বেঁধেছে, ক্লাসের প্রতি তারা অনেক বেশি অমনোযোগী হয়ে পড়ছে। তাদের মন থেকে ময়লা দূর করার জন্য একটা ভিন্নধর্মী প্রচেষ্টা দরকার, যাতে তারা মনের গভীর থেকে পরিশুদ্ধ হতে পারে। মিছিল করার মাধ্যমে তাদের মধ্যে সেই উপলব্ধিই জেগে উঠেছে। তারা পরিশুদ্ধ হয়েছে এবং আমি তাদের ফুল দিয়ে বরণ করেছি।'
মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, 'ক্লাস না করার জন্য এ ধরনের শাস্তি এই প্রথম, ব্যানারসহকারে মিছিলে অংশ নিয়ে ভালো লাগছে। স্যারও পরে আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা এখন থেকে নিয়মিত ক্লাস করার সংকল্প করেছি।'
গতকাল শিক্ষার্থীদের মিছিল ক্যাম্পাসের গোলচত্বর ও আশপাশের এলাকা প্রদক্ষিণের পর তড়িৎ কৌশল বিভাগে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, চুয়েটে হরতালের মধ্যে সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




