কেমনে বুঝাব প্রিয় মনের কথা
মনের মাঝে লুকানো মনের যে ভাষা।
হতাম যদি পাখি গাইতাম গান
সুরে সুরে ভরে যেত তোমার প্রাণ।
হতাম যদি ফুল থাকতে সৌরভ
বাগান বিলাসী ফুলে সাজত সব।
চাঁদ যদি হতাম দিতাম জোৎস্না
সুখ ছুয়ে যেত তোমায় রাত্রি নিরব
কি করে বোঝাব তোমায় সে কথা
বেড়ে চলেছে আমার মনের ব্যাকুলতা
মেনে নিতে পারিনা কালের হিংস্রতা
সে কথা ভেবে পাই মনে শুধু ব্যথা
তোমায় দেখেছি আমি প্রথম যৌবনে
তাই দিয়েছি ঠাঁই ভালবাসার ভুবনে
তুমি যদি না বুঝ, বুঝবে কে মোরে?
মরেও বেচেঁ আছি ভালবেসে তোমারে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




