মুছে গেল আশার আলো, সব তার রং
কি জানি কি চাওয়া ছিল, জানেনা তো মন,
সদা কাটে সংশয়, সদা থাকে সংশয়
তারপর ভালবাসা পর হয়, এই তো জীবন।
জোৎসনা নাইবা দিলে, ভাল তুমি বেসেছিলে
বুক ভরা সান্তনা নিয়ে আমি হলাম পর,
আমি শুধু আমি রই, ছিলনা তো ঘর
রয়ে গেল সংশয়, তুমি হলে পর।
ভালবেসে স্মৃতিহীন প্রেম দিলে
তুমি-আমি-ভালবাসা এই তিনে ঘর,
চলে গেছ তুমি, রয়ে গেছে ঘর
অদৃশ্য ঘরে তাই ভালবাসা পর।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




