আমি তোমাকে মন থেকে হারিয়ে ফেলতে পারিনা.....কিছুতেই পারিনা।
যখন বিকেল নামে মাঠের পরে সবুজ ফসলের ক্ষেতে
সরু সরু আইলের ধার ঘেষে বেয়ে যাওয়া নরম কচি ঘাসের বনে,
যখন আকাশ নীলে পেজা তুলোর মতো সাদা মেঘগুলো গোধুলীর কথা বলে,
ঠিক তখনই তোমার কথা ভেবে আমার মন কেমন করে।
এখানে বিকেল আসে নতুন পোশাকের আনকরা গন্ধের মত,
জানালায় তাকিয়ে যেটুকু আকাশ দেখা যায় পলকহীনতায় চেয়ে থাকি বুক ভেঙ্গে দীর্ঘশ্বাস পড়ে।
তুমি কি ভাবতে পারো আমার মনের সমস্ত অরণ্য ঘিরে এক চঞ্চলতা,মমতা মুগ্ধ মায়াবী ভাললাগার সোনা পাখীটি কেবলই তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




