অনেক দিন পর ছবি ব্লগ নিয়ে আসলাম......... প্রসঙ্গত ছবিগুলো চলার পথে খেয়ালিপনার বশে তোলা......

দরজায় সামার কড়া নাড়ছে, ব্রিটিশ সামার.........

হাইড পার্কে মিস্টি ফুল।

লেকের পানিতে একজোড়া বক ।

মার্বেল আর্চে একটি ব্যয়বহুল রেস্টুরেন্ট ।

Exmouth এ মুয়র দেখেছিলাম।

সে ময়ূর আবার পাখাও মেলেছিল।

Exmouth তোলা সবচেয়ে প্রিয় ছবি ।

কফি, তবে আমাদের টং দোকানের চায়ের তুলনায় কিছুই না ।

নান্দুসের চিকেন নিয়ে দেখি অনেক মাতামাতি তাই আমাদের চিকেন খাওয়ার এক খান ছবি দিলাম............

আবারও ফুলের ছবি, চলার পথে হঠাৎ করেই চোখের সামনে পড়েছিল।

ব্যাস্ত শহরে অবিরত ছুটে চলা ।

বিগ বেন, এই ছবিটা তুলতে আমার মোবাইল ফোনের কেরামতি কাজে লাগিয়েছিলাম।

বিগ বেন এবং লন্ডন আই, ছবিটি বাসে বসে তোলা, ওয়াটার লু ব্রিজ থেকে ।

লন্ডন আই......।

গোধূলি এল বলে, Hampstead Park এ তোলা।

মন বিষণ্ণ করা এক গোধূলি ।