বিশিষ্ট কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক আব্দুল মান্নান সৈয়দ আর নেই। সন্ধ্যায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। গত বৃহস্পতিবার একটি বেসরকারী টেলিভশন চ্যানেলে একটি অনুষ্ঠান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় জরুরী ভিত্তিতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৪৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছিলেন কবি আব্দুল মান্নান সৈয়দ। কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্য, অনুবাদ, নাটক সহ সাহিত্যের সব শাখায় অবাধ বিচরণ ছিল তাঁর। সবকিছু ছাপিয়ে তিনি ষাটের দশকের অন্যতম প্রধান কবি। মান্নান সৈয়দ কথাসাহিত্যিক হিসেবেও সার্থক। তার প্রথম গল্পগ্রন্থ ‘সত্যের মত বদমাশ' সবাইকে চমকে দিয়েছিল'। এছাড়া ‘অ-তে অজগর, 'কলকাতা', ‘ক্ষুধা প্রেম আগুন' সহ প্রায় ১২টি গল্পের বইয়ের লেখক তিনি।
তাঁর কবিতার বইয়ের মধ্যে 'জন্মান্ধ কবিতাগুচ্ছ', 'জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা', 'সংবেদন ও জলতরঙ্গ', কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, পরাবাস্তব কবিতা, পার্ক স্ট্রিটে এক রাত্রি ও মাছ সিরিজ উল্লেখ্যযোগ্য। এছাড়া অসংখ্য বইয়ের সম্পাদনাও করেছেন আব্দুল মান্নান সৈয়দ। কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও ফররুখ আহমদের বইয়ের সম্পাদনা তার মৌলিক গবেষণামূলক কাজ।
নজরুল ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক আব্দুল মান্নান সৈয়দ দীর্ঘদিন ধরেই ডায়বেটিক ও হৃদরোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাসাহিত্য এবং বাঙালির অপূরনীয় ক্ষতি হল। তার বিদেহী আত্মার প্রতি আমরা
জানাই গভীর শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




