মেস যাপন!! কি যে দিন যাপন করিতেছি আমি জানি আর আমার অন্তরাত্মা জানে। সেরাম লাইফ!! রুমমেট আতিক মেস পরিবর্তন করিয়াছে কিছু দিন যাপিত হইল। আমার রুম হইল মুক্ত পুরা ফাঁকা!! আমি দু তিন ধাপ লম্ফ দিয়া বেরাইতেছিলাম যদিও রুমমেট সাথে থাকলে আমার কোনোই সমস্যা হয় না বরং সারাদিন বকবক করিয়া রুমমেটের মাথা ধরাইয়া দিতে আমি যথেষ্ঠ পরিমান পারদর্শী আমাকে ডিগ্রী প্রদান করিলেও আফসুসিত হবার কিছু নাই, তবুও রুমমেটের হঠাৎ প্রস্থানে কিছুটা মুক্ত অনুভূতি অনুভব করিতেছিলাম কারন একটাই গান, যখন তখন গান ছাড়িয়া বসিয়া থাকিতে পারি, যা খুশি তাই করিতে পারি!! রুমমেট থাকার কারনে যতটুকু অস্বস্তি বোধ হয় আপাতত না থাকার কারনে মনে মনে উৎফুল্লতা কিছুটা হইলেও অনুভব করিতেছিলাম। হঠাৎ আমার রুমে আমি ছাড়াও আরেকজনের অস্তিত্ব অনুভব করিতেছিলাম.. এবং যথেষ্ঠই অনুভব করিতেছিলাম বুঝিতে পারিলাম আমার একা থাকা আর হইলো না!! আমার নতুন একজন রুমমেট জুটিয়া গেল, যদিও যেকোন সময় ইহাকে ঝেটিয়ে বিদায় করিয়া দিতে পারি তবুও আলসেমী আর ভবগুরেপনা হেতু ইহার সাথে সহাবস্থানে গেলাম, তার জায়গা তার কাছে আমার জায়গা আমার কাছে..যদিও অন্ধকারেই তার প্রলাপ বেশি চলিতে থাকে, এইটুকু এড়াইয়া চলিলে তেমন কোন সমস্যার সম্মুখীন হইতেছিলাম না, তাই তাহাকে নিয়া তেমন ভাবিবার অবকাশ পাইলাম না, যদিও বাতি নিভাইয়া দিলে এবং আমি ঘুমাইয়া পড়িলে তার গতিধারা শুরু হইতো মাঝে মাঝে গভীর নিশিথে আমার বিছানা-চৌকির চারপাশে তাহার অবিরত প্রদক্ষিন অনুভব করিতাম,তবুও বিষয়টাকে আমলে নিতাম না, যার যার অবস্থান তার কাছেই থাকুক ভাবিয়া। আমার এহেন প্রশ্রয়ে সে তাহার আশ্রয় ভালো মতো বুঝিয়া লইয়াছে ইহা ভালো মতোই বুঝিয়া লইয়াছিলাম, তাহাকে আমার রুমমেট রুপেই স্বীকার করিয়া লইয়াছিলাম। কিন্তু পৃথিবীতে কে কাহার!! গত দু'দিন আগে গিয়াছিলাম আমার কলিজার বন্ধুর সাথে সাক্ষাতে মাগুরা শহরে, মজায় মজমা মারিয়া কাটাইয়া রুমে শিষ বাজাইতে বাজাইতে প্রবেশ করিলাম, আমার তোষক খানা উল্টাইয়া রাখিয়াছিলাম, একটু আয়েশের নিমিত্তে তোষক খানা ঠিক মতো বিছাইয়া যতনের বালিশ দুইখানা মাথায় গুঁজিবার নিমিত্তে যখনই হাত দিলাম তখনই স্তম্ভিত হইয়া গেলাম,স্বীকৃতিপ্রাপ্ত রুমমেট আরো একজন সহচর জোগার করিয়া আমার অতি সুন্দর ও আরামদায়ক বালিশ দু'খানা ছিড়িয়া তেনা তেনা করিয়া তুলা বিচ্ছুরিত করিয়া যা না তা দশা করিয়া ছাড়িয়া দিয়াছে যদিও তার রুমে অবস্থান কাল ২ সপ্তাহ। আমি হতভম্ব হইয়া গেলাম যেমন করে কাউকে হঠাৎ অজ্ঞান দেখিতে পাইয়া আস্তে আস্তে আগাইয়া যায় তাকে পর্যবেক্ষন করার নিমিত্তে, আমি তেমন করিয়াই আমার অতি আরামদায়ক বালিশের পানে আগাইয়া গেলাম, বালিশ ধরিয়া দুইটা নাড়া দিতেই তুলা সমেত 'স্বীকৃতিপ্রাপ্ত রুমমেট' তাহার সহচর সহ বালিশের মধ্য হইতে আমাকে চিৎকার সমেত ভয় দেখাইয়া ফুরুৎ করিয়া বাইরাইয়া আমারই খাটের তলায় তার নিজস্ব আশ্রয় গ্রহন করিল।
ভাবিলাম অনেক হইছে, পণ করিলাম, "কাইলই ইন্দুর মারা বিষ আইনা ইন্দুর দুইডারে শেষ নিঃশ্বাস ত্যাগ করাইব!! শ্লার ইন্দুর তর একদিন কি আমার আগামী কাইল"
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:২৫