আজকে আপনাদের পরীক্ষার জন্য রয়েছে কিছুটা ভিন্নধর্মী প্রাণীজগতের ছবি। ছবিগুলো ভালো করে দেখে বলুন এই ক্যামেরাবন্দি ছবিগুলো আসলে কোন প্রাণীর ছবি। কীভাবে এবং কি করে এই ছবিগুলো তোলা হয়েছে । চলুন এরকম ১০ টি ছবি দেখা যাক, যেগুলো আপনাকে চমকে দেবে এবং আপনার বুদ্ধি ও দৃষ্টিশক্তির পরীক্ষা হয়ে যাবে। কেননা ছবির এই প্রাণীগুলো আসলে মানুষ! এবং বডি পেইন্টের ছদ্মবেশে তারা নানান পশুপাখির এমন আশ্চর্য বেশ ধরেছেন!
ছবিতে দেখতে পাচ্ছেন রঙবেরঙের পালকের অতুলনীয় সুন্দর পাখি। আসলেই কি তাই? একটু ভালো করে লক্ষ্য করুন তো। দেখুন তো কোনো মানুষ চোখে পড়ছে কিনা।
পাতার ওপর বসে আছে একটি ব্যাঙ। আসলেই কি তাই? লক্ষ্য করে দেখুন তো অন্য কিছু নজরে পড়ছে কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন। ৫ জন মানুষ দিয়ে তৈরি অসাধারণ সুন্দর একটি আর্ট।
এই ছবিতে কি দেখতে পাচ্ছেন? একটি গিরগিটি? আসলে কি তাই! তাহলে আবার ভালো করে দেখুন।
ঈগল পাখির মুখের এই অবয়বটি তৈরি হয়েছে মানুষের হাত দিয়ে। হাতের ওপর আঁকা এই অসাধারণ সুন্দর ঈগল পাখিটির মুখ।
বিশালাকৃতির রোমশ মাকড়শা। অনেকেরই মাকড়শায় ভয় রয়েছে। কিন্তু এই মাকড়শা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন মাকড়শার পেইন্টিং করা একটি মানব দেহ।
মাছরাঙার নীল শরীর। অনেক বেশি সুন্দর, তাই নয় কি? দেখুন তো এখানেও কোনো মানব দেহের দেখা পান কি না।
অজগর সাপ দেখলে গা ঘিন ঘিন করার কথা অনেকেরই। কিন্তু এই সাপটি তৈরি হয়েছে মানব দেহ দিয়েই। এটিও একটি বডি আর্ট।
ফুল থেকে মধু নেয় হামিং বার্ড। সব চাইতে ছোট্ট শরীরের পাখিটি। এই সুন্দর দৃশ্যটিও তৈরি হয়েছে বডি আর্টের মাধ্যমে।
ফুলের ওপর বসে থাকা অসাধারণ এই প্রজাপতিটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। এটি মানুষের মুখের ওপর আঁকা হয়েছে। বিষাস হয়?
এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভয়ানক সুন্দর প্রাণীটি। হ্যাঁ, একটি বাঘের ছবি এটি। এক মিনিট, আবার দেখুন। আসলেই কি তাই?
আর এ লেখাটি নিচের লিংক থেকে সংগ্রহ করা।
View this link
ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




