কিছু কিছু ফটোগ্রাফ আছে যে গুলোতে বাংলাদেশের ঐতিহাসিক ও পুরনো স্থান, সময়, ঘটনা, ইতিহাস, এতিহ্য, জীবনধারা ইত্যাদি এবং বাংলাদেশের চমৎকার সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুঁটে আছে। এ ফটোগ্রাফগুলো অনেকেই অনেক জায়গায় শেয়ার করেছে। আমিও করলাম কারণ ফটোগ্রাফগুলো দেখতে ভাল লাগে আর ভাবতে ভাল লাগে। কিছু ফটোগ্রাফে অতীতের বাংলাদেশকে দেখে মনটা কষ্টে ভরে যায়। কি অদ্ভুত সুন্দর! ছিল আমাদের দেশ। সবকিছুতেই ছিমছাম পরিপাটি। কিন্তু আফসোস! বর্তমানে দুর্নীতি, ঘুষ, ক্রমবর্ধমান জনসংখ্যা, পরিবেশ দূষণ, নোংরা রাজনীতি ও নীতিনির্ধারকদের ভূল সিদ্ধান্তে বদলে গেছে বাংলাদেশ। মোহময় সৌন্দর্য আর নেই। তবুও মাঝে আমি এই ফটোগ্রাফ গুলি দেখি ও সাথে স্বপ্ন আঁকি। বাংলাদেশ এএকদিন স্বপ্নের বাংলাদেশ হবে।
প্রত্যেক ছবিতেই আমার নিজস্ব একটা ভাবনা/ক্যাপশন আছে, সেটা দিয়ে আপনাদের দেখার মজা নষ্ট করলাম না। আপনারা দেখুন আর নিজের মতো ভাবুন, ক্যাপশন দিন।












































































অনেক দিন ধরেই ব্যস্ততার কারনে পোস্ট দিতে পারছিলাম না। অনেক প্রিয় সহব্লগার নতুন পোস্ট দেয়ার জন্য প্রতিনিয়ত তাগাদা দিয়ে আসছিল। বিশেষ করে গেম চেঞ্জার, দ্যা রয়েল বেঙ্গল টাইগার, আরজুপনি, রেজোয়ানা আলী তনিমা,বিজন রয় ভাই। বিজন রয় ভাইয়ের সাথে কথা দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে নতুন পোস্ট দিব। তাই শত ব্যস্ততার মধ্যেও স্বল্প পরিশ্রমের পোস্ট। পোস্টটি তাদেরকেই উৎসর্গ করলাম। ভাল থাকুন আপনারা। আর এখন থেকে ব্লগে নিয়মিত হওয়ার ইচ্ছা রাখি।
তথ্যসূত্র :
১. view this link
২. বিভিন্ন ফটোগ্রাফের সাইট, ফেসবুক ওয়াল, অর্ন্তজাল ইত্যাদি।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




