শা.বি.প্র.বি তে চান্স পাবার পর আসলাম ভর্তি হতে, বাস থেকে নেমে সি.এন.জি ডেকে বললাম বিশ্ববিদ্যালয় গেট যাবেন মামা? মামা :আওক্কা। উনি রাজী হলেন নাকি হলেন না ,না বুঝে পাশে দাড়ালাম আবার আওক্কা ধ্বনি। আমি শিখলাম আওক্কা মানে আসুন। তারপর ক্লাস শুরু হল ।সিলেট শহর থেকে যারা ভর্তি হয়েছিল তারা মোটামুটি সবাই পূর্বপরিচিত।শুরু হল তাদের সিলটী মাত আমাদের না বুঝে অন্যের দেখাদেখি এক্সপ্রেশন দেবার পালা, যা ওরা বুঝে ফেলেছিল এবং পরিনাম ছিল ভয়াবহ
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




