ভালবাসতে পারি.. কিন্তু কেন বাসবো ???
কাদাঁবো তোমায়.. নিঃস্ব করে দিয়ে...
পোড়াবো তোমায়.. প্রতীক্ষার অনলে...
তোমার ই মত করে.. আমি তোমায় বোঝাবো...
তোমায় কষ্টের তীব্রতা দেখাবো..
ভালবাসতে পারি... কিন্তু কেন বাসবো ???
তোমায় আকাশের নিস্তব্ধতা দেখাবো...
আকাশের নীলের বিবর্ণতা বোঝাবো...
যেভাবে তুমি নিঃস্ব করেছো.. রিক্ত করেছো...
... ... সেভাবেই আমি তোমায় নষ্ট করবো...
ভালবাসতে পারি... কিন্তু কেন বাসবো ???
তোমার জন্য আমি কাদঁতে পারি...
... ... ... ... কিন্তু কেন কাদঁবো???
আমার ই মতো করে... ...
আমি তোমায় ভালবাসতে শেখাবো... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


