ভালবাসার কথা এতো বেশি বলো তুমি.
মাঝে মাঝে ভুল করে বিশ্বাস করে ফেলি..
তুমি বোধহয় সত্যিই আমাকে ভালোবাসো...
কিন্তু এ আমার বোঝা উচিৎ ছিল..
কেউ অনর্গল কিছু বলে গেলেই তা সত্যি হয় না....
আর তাছাড়া..
ভালবাসো বুঝব .. নিমগ্নতায়, ত্যাগে...
তুমি নিমগ্ন কতোটুকু??
আমি তো তোমাকে এমন কোনো দিব্যি দেই না যে
আমাকে ভালোবাসতেই হবে।।
বেসোনা ভালো..
হাজার মানুষ ভালবাসে না..
তাই বলে আমি মরে গেছি নাকি!!
ভালোবেসো না..
সে অনেক ভালো..
তবু মিথ্যের জলে ডুবিয়ে আমাকে
শ্বাসরোধ কোরো না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


