মধ্য রাতে যদি
নিভে যায় তারা।
হয়তো কভু কেউ জানবে না তবু,
পরাজিত তারাটা ছিল সব হারা।
প্রিয়জন ধীরে ধীরে,
চলে গেল বহু দূরে,
হাসি নিল, সুখ নিল , সব নিল কেড়ে
স্মৃতিটাকেই শুধু রেখে গেল ছেড়ে।
মহা কালে জন্ম, মহা কালে ঠাই,
মৃত্যু ভিন্ন তার মুক্তি যে নাই।
একদিন অগোচরে,
কাউকে না জানিয়ে , বহু দূর বহু দূর চলে গেল সে।
মহাকাশে মিলে গিয়ে, মহা কালে ভেসে গিয়ে
ভালবাসার গ্লানি দিল ভাসিয়ে।
(সাজেদুন নাহার আপুর “খুনসুটি” পড়ে... পোস্ট করলাম এটা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




