ছাত্র নেতা
নাম তার বল্টু, মহা ভাল ছাত্র
করে সে রাজনীতি , নেই দিন-রাত্র।
ক্যন্টিনে ফ্রি খায়, মেয়ে দেখে শীষ দেয়
ছাত্র নেতা সে, আদু ভাই গৌত্র।
মারামারি, ভাংচুর, অবরোধ, হরতাল
সবখানেই সে যেন মহা প্রিয় পাত্র।
লাল-নীল শীক্ষক, সাদা-কালো ছাত্র
নামে কাপে থর-থর, ভয়ে করে মুত্র।
হ্রদয়ে আছে প্রেম, পলিটিকাল ছাত্র
ম্যাডাম কে করে বিয়ে, চায় হতে পাত্র।
পাছ বছর শেষ হলে, সরকার বদলে,
বল্টু পড়ে যায়, কাল নাগের ছোবলে।
র্যাব এসে করে তাড়া, হতে হলও হলছাড়া
ছিচকে নেতারাও লাথি মারে কপালে।
ক্লান্ত বল্টু, পড়ন্ত বিকালে,
হাওয়া খেতে মাঠে যায়, নিজ পোড়া কপালে।
সব পাপে ঘিরে ধরে, নিয়তি কারে ছাড়ে?
র্যাবের হাতে সে, ডলা খায় বে-ঘোরে
জীবনের অবসান ঘটে ক্রস ফায়ারে।
স্বজনের আহাজারি, নেই তাতে বাড়াবাড়ি,
নির্বাক বাবা-মার স্বপ্নটা ভাগাড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




