তুমি কেন জন্ম নিলে তুষারকণার সনে ?
তুমি নাহয় জন্ম নিতে কোকিল ডাকার ক্ষণে,
কিংবা যখন থোকা থোকা সবুজ আঙ্গুর ঝোলে
সেই সময়ে, যে সময়ে সোয়ালো দেশ ভোলে
মৃত্যু থেকে আরো দূরে - আরো দূরে সরে
মৃতপ্রায় গ্রীষ্ম থেকে বাঁচতে তারা ওড়ে
মেষের পশম মেঘের মতন
তখন কেন তোমার মরণ?
টুকটুকে লাল আপেল পতন ¬¬¬
তখন কেন হলো না ; মৃত্যু-সমর্পণ
যখন ঘাসফড়িঙের ছুটোছুটি -
হুটোপাটি লুটোপুটি
গমের ক্ষেতে অবহেলায়
ডুবন্ত খড় কয়েক মুঠি
তখন বাতাস বিলাপ করে
করুণ সুরে করুণ স্বরে
মৃত্যু এলো ঝড়ের মতন
পথ হারিয়ে হঠাৎ করে
__________________________________________________________
মূল কবিতা এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




