বর্তমানে মোবাইল ফোনের নতুন সংযোগে পি-১ প্যাকেজে (পে এজ ইউ গো) অর্থাৎ, ব্যবহারভিত্তিক ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ২ পয়সা/কিলোবাইট হারে বিল কেটে নেয়া হয়।
গত সেপ্টেম্বরে গ্রাহকদের ‘হয়রানি বা প্রতারণা’ ঠেকাতে মোবাইল ফোন অপারেটরদের জন্য ১৪টি প্রস্তাবিত নির্দেশনা নিয়ে গ্রাহকের মতামত নেয় বিটিআরসি।
পরে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ফি কমানোর বিষয়টি ছাড়া সবকয়টিতে নির্দেশনাও আসে।
প্রস্তাবিত নির্দেশনায় পি-১ প্যাকেজের মূল্য অর্ধেক করার প্রস্তাব করা হয়েছিল। সেই সঙ্গে কোনো গ্রাহক পি-১ প্যাকেজের ১০০ টাকা সীমা অতিক্রম করার পর প্রচলিত অন্য কোনো প্যাকেজে মাইগ্রেট না করলে মাসের বাকি সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে পরের মাসের প্রথম দিনে পি-১ প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে চালু করার কথা ছিল।
বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “মোবাইল ইন্টারনেট খরচ কমানোর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে, এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




