বেশ কয় বছর আগের কথা , আমি সদ্য ভার্সিটি শেষ করে চাকরি খুজছি।হাতে তেমন কাজ নেই চিন্তা করলাম যাই নানির বারি থেকে ঘুরে আসি।যে ভাবা সেই কাজ, ছোট থাকতে গেছি ২-১ বার , কিন্তু রাস্তা ঘাট ঠিক মতন চিনি না।রাস্তার বর্ননা নিয়ে ব্যাগ গুছিয়ে রওনা দেই।
গ্রামে সন্ধার মধ্যেই পৌছতে হবে।কারন সন্ধার পরে কেউ চলাচল করে না।যেতে যেতে প্রায় সন্ধা তাই রিস্ক না নিয়ে রাতে ফুপির বারিতে আশ্রয় নিই।পথের মধ্যে ফুপির বারি।রাতে ফুপাত ভাইয়ের সাথে খুব আড্ডা দিলাম।
এবার বারির ঠিকানা নিয়ে সকালে উঠে রওনা দেই। একটা বিকল্প রাস্তার কথা বলল যেখান দিয়ে গেলে তারাতারি যাওয়া যাবে।কে না চায় সময় বাচাতে।
বাস থেকে নামলাম কান্তার বাজারে , এখান থেকে নৌকা দিয়ে যেতে হবে,কিন্তু পানিরতো কোন দেখা পাচ্ছি না ,এক জনকে জিগ্গেস করতেই আমকে ঘাট দেখিয়ে দিল।এবার নৌকা করে বারি যাবার পালা,একটি নৌকা ভারা করলাম ,মাঝি আমাকে জিগ্গেস করল আপনি একাই জাবেন ? আমি বললাম একাই ।
যখনই নৌকা ছাড়বে তখনি একজন বোরখা পরা মহিলা লাফ দিয়ে নৈকায় উঠে পরল,বলল আমিও ওদিকে যাব আমকে নিয়ে নেন।আমি কিছু বালার আগেই মাঝি বলল আমি উনাকে চিনি স্কুলের টিচার।
নৌকা বেশ জোরে ছুটছে, মাঝি অনেক শক্তিশালী বুঝা যাচ্ছে।এখন বর্ষা কাল,চারি দিকে পানি আর পানি, মাঝে মাঝে কিছু উচু জয়গা সেখানে লোক জন বসবাস করে।আমি জিগ্গেস করি, আচ্ছা মাঝি এখানে লোক জন কিভাবে জতায়াত করে?ম্যাডাম অনেক আগ্রহ নিয়ে উত্তর দেয় এখানে সবার নৌকা আছে।সবাই নৌকা চালাতে পারে?ম্যডাম হাসি দিয়ে উড়িয়ে দিল।
ম্যাডাম - আপনি শাপলা শালুর মধ্যে পার্থক্ক জানেন?
আমি - কবি সাহিত্যিক রা শাপলাকে শালু বলে।
ম্যাডাম আবরো হাসি দিয়ে উড়িয়ে দিল।আমি অবাক হই , এত হাসলে ম্যডাম ছাত্রদের পড়ায় কিভাবে?
পথের মাঝখানে ম্যাডাম নেমে পড়ল,মঝিকে তার ভাড়া দিল,নামার আগে বোরখার মুখের পর্দা সরাল , আমি অবাক এত নির্মল চেহারা আর এত অল্প বয়সে টিচার? মাঝি বলল HSC পরিক্ষার পরে ফল প্রকাশের অবসরে পার্ট টাইম চকুরি।
এবার আমর নানির বারির গন্তব্যে , মাঝি জানাল আরো ঘন্টা ২ লাগবে।
চলবে......(সেই ভ্য়ংকর রাত্রি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




