

শেখ মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকার প্রথম ও দ্বিতীয় জন। বরাবরই দেখছি, বাঙালি এ-দু'জনের মধ্যে আকণ্ঠ ডুবে আছে। এ-যাবত তারা এঁদেরই অবিকল জীবন্ত অবয়ব খুঁজে পেয়েছে! প্রথমজনের জন্য পেল আরুক মুন্সি ও দ্বিতীয় জনের জন্য সোমনাথ ভদ্র। তবে, সত্য যে, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকার আর কারও জীবন্ত অবয়ব খুঁজে পাওয়া যাবে না।
২.

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকার সর্বশেষজন জিয়াউর রহমানকে কখনও-কখনও খাটো করে দেখা হয়, তাঁকে খাটো করা যাবে না, তিনি 'স্বাধীনতাবিরোধী ' ও 'যুদ্ধাপরাধী' গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে বাংলাদেশে আসতে না দিলে এবং এদেশে তার (গো আযমের) সহচর ও সমমনাদের রাজনীতি করার অধিকার না দিলে বর্তমান প্রজন্মকে 'মুক্তিযুদ্ধ'র পক্ষে এতো গদগদ বা আনুভূতিক করা সম্ভব হতো না। তিনি 'স্বাধীনতাবিরোধিতা'র আবেগ সচল করতে পেরেছেন বলেই তো আপনারা 'স্বাধীনতা'র পক্ষে বলে লোক জমায়েত করতে পারছেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




