তুমি একটা কোদাল
নিজের দিকে নিয়েছ মাটির পাড়া
শুধুই মাটিবন্দি শরীর, তুমি গণপ্রিয়
তোমার মাথা বোয়াল
কোন বুদ্ধি দাও নাই উকুন ছাড়া
শূন্যে আছি সংরাগাধীন- 'মহাশূন্য, নিও'
কুষ্টিয়া হতে বেরিয়ে গেছে ঠিক
ছেউড়িয়া গ্রাম
সবখানে পাচ্ছি ধ্যানের মোকাম
যখন আলয় থেকে বের হই
ডিঙি নৌকা এক নোঙর গুটিয়ে নেয়
যখন ফটক ফেলে পথ ধরি
খাল ফেলে নৌকাটা নদীর দিকে যায়
যখন বাজার শেষ পঞ্চগড় ছুঁইছুঁই
নৌকাটা করতোয়ার প্রান্তে
সীমান্তে দাঁড়িয়ে মন
পাখিময় ছেড়ে দেই..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




