অনেক দিন হল ব্লগ লিখি না। সামুর সেই গৌরবময় দিন যেন এখন অস্তমিত। কোথায় গেল সেই নাফিস ইপতেখার, ফিফা, চিকনমিয়া, জাকারিয়া স্যার এদের মত নিকগুলো যারা সামুকে আকর্যনের কেন্দ্রবিন্দু করে রাখত? যেসব পাঠক সদ্য জয়েন করেছেন শেয ২, ৩ বছরের মধ্যে তাদের হয়তো আমার বক্তব্যের বিযয়বস্তুর সাথে অপরিচিত।
আজ আপনাদের জন্য শ্রদ্ধেয় জাকারিয়া স্যরের পোস্টানো একটি কালজয়ী পোস্ট স্মৃতির পাতা থেকে।
"কম্প্উটার একটি বিশ্বয় জনক সৃষ্টি । এ নিয়ে মোটেই চিন্তা করা জায় না । মাঝে মাঝে চিন্তা করে আমি একদম ক্লান্ত হইয়া যাই । এখন আমি কি যে করি , ভেবে পাচ্ছি না । কম্প্উটার একটি অত্যাধুনিক যন্ত্র । এর যে কত ক্ষমতা তা চিন্তার বিষয় । তোমরা সকলে কম্প্উটার নিয়ে চিন্তা কর ।"
ভাল থাকবেন জাকরিয়া স্যার। আপনাকে খুব মিস করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


