এক গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষকে মাদ্রাসা কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ঐ মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহত্তর রংপুর জেলার একসময়ের একমাত্র টাইটেল মাদ্রাসাটির অভিভাবক, ছাত্র ও শিক্ষকদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোসলেম উদ্দিন গত ২০ জুলাই প্রতিষ্ঠানের কাজে ঢাকায় যান। এসময় তিনি ঢাকার খিলগাঁ থানার ১৮০/৬/২০ পূর্ব রামপুরার মোল্লাবাড়ীতে (নীচতলা) তার ভাগ্নির (জেঠানির মেয়ে) বাড়িতে ওঠেন। পরদিন ২১ জুলাই সকাল বেলা ভাগ্নি জামাই জালাল উদ্দিন অফিসে গেলে লম্পট ঐ উপাধ্যক্ষ তার সুন্দরী ভাগ্নি রেজিয়া বেগমের উপর হামলে পড়ে। বেশ কিছুক্ষন ধস্তাধস্তি চলে খালু ভাগ্নির মধ্যে। এক পর্যায়ে গৃহবধুর চিৎকারে পাশের ঘরের ভাড়াটিয়া আসলে লম্পট ঐ উপাধ্যক্ষ তার পরনের পায়জামা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়টি রেজিয়া বেগম তার ¯^vgx‡K মুঠোফোনে জানালে ¯^vgx জামাল উদ্দিন বাসায় এসে স্ত্রী ও আশপাশের ভাড়াটিয়াদের কাছে ঘটনার সত্যতা শুনে বিষয়টি তার এলাকার সাবেক এমপি ও ঐ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান সহ মাদ্রসা কর্তৃপক্ষকে অবহিত করেন।
গতকাল ২৪ জুলাই সংশ্লিষ্ট মাদ্রাসার গর্ভনিং বডি জরুরী সভা ডেকে অভিযুক্ত উপাধ্যক্ষ মাওলানা মোসলেম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন এবং বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
উল্লেখ্য জালাল উদ্দিনের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামে। অভিযুক্ত মাওলানা মোসলেম উদ্দিনের বাড়ি একই ইউপি’র দড়ি কিশোরপুর গ্রামে। এব্যাপারে মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা ¯^xKvi করে বলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে প্রমানিত হলে যথাযথ আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত মাওলানা মোসলেম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে উপাধ্যাক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে তার ভাগ্নির সাথে শ্লীলতাহানীর ঘটনা প্রকাশ পাওয়ায় এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষক মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




