বরিশালে ২৮ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে
বরিশাল ব্যুরো
বার্তা২৪ ডটনেট
বরিশাল, ২০ ডিসেম্বর: সড়ক সংস্কারের দাবিতে দেশের দক্ষিণাঞ্চলের ২৮ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।
মঙ্গলবার ভোর থেকে বরিশালের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দূরের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বাস মালিক সমিতির এ ধর্মঘটে ট্রাক মালিক-শ্রমিকরাও সমর্থন দিয়েছে বলে জানা গেছে।
বরিশাল বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বার্তা২৪ ডটনেটকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে বহু আবেদন জানানো হয়েছে। কিন্তু তাতেও কোনো সাড়া না পাওয়ায় আমরা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।
জানা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়ক মেরামতের দাবি জানিয়ে গত ১২ ডিসেম্বর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন করা হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেয়া হয়। এতে বলা হয়, ১৯ তারিখের মধ্যে দাবি না মানলে ২০ ডিসেম্বর ধর্মঘট শুরু হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কোনো উদ্যোগ না নেয়ায় বাস মালিক সমিতি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
বার্তা২৪ ডটনেট/জবা
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




