আমি আগেই বলে দিচ্ছি আজাইরা পোষ্ট.........
অনেকদিন পরে ব্লগে ঢুকেই ফ্লাডিং করতে মন চাইলো
১. এই ছবি টা তুলে ছিলাম যাদিপাই যাওয়ার পথে, দার্জিলিং পাড়ায়। আমার বন্ধু ভদ্রতা করে এই ছবির মাকে জিজ্ঞাসা করেছিল "একটা ছবি তুলি?" মহিলার তড়িৎ উত্তর "নাঁ" আমি ততক্ষণে তুলে ফেললাম

২.এই ছবিটা বিলোনিয়া সীমান্তে। পাকিস্তানি সীমান্ত
রক্ষীদের বাঙ্কার ছিল বলে দাবি করলো এক ইন্ডিয়ান

৩. পতেঙ্গা বীচে
৪.যাদিপাই থেকে ফেরার পথে দার্জিলিং পাড়া

৫. দার্জিলিং বা পাচিং পাড়ার চায়ের দোকানে তোলা। এদের ছবি তুলতে আপত্তি দেখা যায় নি
৬.হোটেল ডি কিওক্রাডাং , এখানেই আমরা পড়ন্ত বিকালে মধ্যাহ্নভোজন করেছিলাম।
৭.জাদিপাই, আরও ভালো ছবি ছিল কিন্তু সেগুলোতে বন্ধুবান্ধবরা / আমি অর্ধনগ্ন ছিলাম :p

৮.পতেঙ্গা বীচ

৯.পতেঙ্গা বীচ, আইডিয়া ফ্রেন্ডের
১০.পতেঙ্গা তেই, ছবিটা তুলতে কেবল পা ভিজাতে হয়েছিল!
১১.ঐ
১২.ফেনী, পরশুরাম বাজার।

১৩.বি এস এফ, বিলোনিয়া সীমানায়

১৪.বগা লেক, বৃষ্টির পর

১৫.সাঙ্গু নদী

১৬.ফেনীতে, নানা বাড়ির ছাদে

হ্যাপি ব্লগিং :

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


